ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে পানিতে দুই ভাইয়ের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৩২, ১৮ জানুয়ারি ২০২০

রাজশাহীতে পুকুরের পানিতে ডুবে ফাহিম (৪) ও ফারহান (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই বলে পরিবার সূত্রে জানা গেছে।  

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে নগরের মতিহার থানার সাতবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ফাহিমের বাবার নাম মাসুদ রানা। আর ফারহানের বাবা মো. রানা। 

মতিহার থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, সকল ৯টার দিকে শিশু দুটি নিখোঁজ হয়। দুপুরে পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে পরিবারের সদস্যরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। 

সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। পুকুর পাড়ে খেলতে গিয়ে তারা পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি। 

এআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি