প্রধানমন্ত্রী কৃষিভিত্তিক শিল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন
প্রকাশিত : ২১:০৪, ১৮ জানুয়ারি ২০২০
শিল্প সচিব মো. আব্দুল হালিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি এবং কৃষি ভিত্তিক শিল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। অগ্রাধিকার কথাটার মানে হচ্ছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা সুবিধাসহ অন্যান্য সকল সুবিধা কৃষিক্ষেত্রে ও কৃষকদের দেওয়া হবে।
তিনি আরও বলেন, বিসিক মূলত অবকাঠামো তৈরি করে এবং যারা স্থানীয় বা সম্ভবনাময় থাকে সেই সকল উদ্যোক্তাদের আমরা প্রশিক্ষণ দিয়ে থাকে এবং তারা কিভাবে ঋণ পেতে পারে সেই সব বিষয়ে আমরা উদ্যোক্তাদের ধারণা দেয়।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ পুলিশ লাইনের পাশে ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্প নগরী পরিদর্শন শেষে শিল্প মন্ত্রাণলয় সচিব মো.আব্দুল হালিম এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ প্রমুখ।
কেআই/আরকে
আরও পড়ুন