ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কামারখন্দে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২২:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের নিচে কাটা পড়ে স্থানীয় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত জরিনা বেগম (৬০) ধোপাকান্দি গ্রামের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী। 

রেলওয়ের জামতৈল স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি শনিবার বিকেলে ঈশ্বরদী-ঢাকা রেল পথের আলোকদিয়া রেল ব্রিজের কাছে অতিক্রম করার ওই বৃদ্ধা রাস্তা পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এরপর তার পরিবারের সদস্যরা খবর পেয়ে লাশ উদ্ধার করে।

খুলনা থেকে ঢাকাগামী চিত্রা আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান বলে স্থানীয়রা জানান। জিআরপি থানার উপ-পরিদর্শক রঞ্জন বিশ্বাস বলেন, ‘ওই দুর্ঘটনার সংবাদ পুলিশকে জানানো হয়নি।’

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি