ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মৌলভীবাজারে শীতার্তের পাশে একুশে দর্শক ফোরাম

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:১২, ১৮ জানুয়ারি ২০২০

একুশে টেলিভিশনে মৌলভীবাজারের চা বাগান এলাকায় শীতার্ত মানুষের দূর্ভোগের খবর দেখে লালতীর সীড কোম্পানীর পরিচালক তাজওয়ার এম আউয়াল একুশে দর্শক ফোরাম মৌলভীবাজার পরিবারকে নিয়ে বিভিন্ন চা বাগান ও হাওরাঞ্চল এলাকায় প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব। লালতীরের ডিভিশনাল ব্যবস্থাপক তাপস চক্রবর্তীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, একুশের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, দর্শক ফোরামের সদস্য শফিকুল ইসলাম, আব্দুল খালেক, বিজয় নুনিয়া, সহকারী শিক্ষিকা চৈতালী চক্রবর্তী।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন লালতীর এর আঞ্চলিক ম্যানেজার কৃষিবিদ গোলাম আজম, লালতীরের সহকারী ম্যানেজার ইমরান হোসেন,  মাজদিহি চা বাগানের পঞ্চাত সভাপতি সাধন কর্মকার, ফুলছড়ি চা বাগানের পুরহিত নিত্যান্দ চক্রবর্তী ও চা শ্রমিক নেতা বিশ্বজিত সিং। 

পরে শনিবার রাতে ২য় দফায় দর্শক ফোরামের সার্বিক সহযোগীতায় বিভিন্ন এলাকায় গিয়ে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন লালতীর সীডের কর্মকর্তারা।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি