ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ভ্যান চালক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২২:৩২, ১৯ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি অটোরিক্সার সাথে অটো ভ্যানের সংঘর্ষে ভ্যান চালক নিহত এবং আরো এক জন আহত হয়েছে। নিহত আমিরুল ইসলাম (৩০) চড়া চিথুলিয়া গ্রামের মৃত সালেক মোল্লার ছেলে। এদিকে সিদ্দীক ফকির নামে গুরুতর আহত এক ভ্যান যাত্রীকে স্থাানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় উপজেলার চড়া চিথুলিয়া সড়ক দিয়ে ডেমরা গামী সিএনজির সাথে অটোভ্যানের সংঘর্ষ হয়। তখন অটোভ্যানটি খাদে পড়ে চালক আমিরুল সহ আরেক যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী বেড়া সরকারি হাসপাতালে নেয়ার পথে চালক মারা যায়। 

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি