ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৫, ১৯ জানুয়ারি ২০২০

জয়পুরহাটে একটি বিদেশী পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ জহুরুল আলম (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেল সোয়া পাঁচটায় জয়পুরহাট-আক্কেলপুর সড়কের সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কার্যালয়ের সামনে থেকে পিস্তল ও গুলিসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

জহুরুল আলম জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি জয়পুরহাট শহরের সিও কলোনী এলাকায় বসবাস করেন।
 
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খাঁন বলেন, জহুরুল আলমকে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি