ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নড়াইলে ইয়াবাসহ মাদককারবারি আটক

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১০:০৫, ২০ জানুয়ারি ২০২০

নড়াইলের লোহাগড়া পৌরসভার কচুবাড়িয়া এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ ইউসুফ শেখকে (৩৯) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়। ইউসুফ মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের চাঁন মিয়া শেখের ছেলে।

ডিবি পুলিশের এসআই সেলিম রেজা বলেন, ‘২০০ পিস ইয়াবাসহ ইউসুফ শেখকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এর আগেও ইউসুফের বিরুদ্ধে মাদকের আরো তিনটি মামলা রয়েছে।’ 

এআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি