ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলায় ৫ পুলিশের ফাঁসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ২০ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৬:৩১, ২০ জানুয়ারি ২০২০

তিন দশকেরও বেশি সময় আগে চট্টগ্রামের লালদীঘিতে একটি জনসভায় যোগ দেয়ার পথে থাকা তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে নির্বিচার গুলি চালানোর ঘটনায় পুলিশের ৫ জন সদস্যের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেছেন আদালত।

১৯৮৮ সালের ২৪শে জানুয়ারির ওই ঘটনায় ২৪ জন মানুষ মারা যান।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন।

চট্টগ্রাম গণহত্যা হিসেবে পরিচিত এ ঘটনার ৩২ বছর পূর্ণ হওয়ার চারদিন আগেই এ রায় দেওয়া হল।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির মধ্যে ইন্সপেক্টর জেসি মণ্ডল পলাতক রয়েছেন। কারাগারে থাকা বাকি চার আসামির প্রত্যেকেই পুলিশের সাবেক সদস্য। তারা হলেন- পুলিশের তৎকালীন হাবিলদার প্রদীপ বড়ুয়া, কনস্টেবল মমতাজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান ও মো. আব্দুল্লাহ।

এর আগে গতকাল রোববার আদালতে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন করা হয়। 

আলোচিত ওই হামলার ঘটনায় ১৯৯২ সালে আইনজীবী মো. শহীদুল হুদা বাদী হয়ে মামলা করেন। ১৯৯৭ সালে মামলার প্রথম অভিযোগপত্র এবং অধিকতর তদন্ত শেষে ১৯৯৮ সালে দ্বিতীয় দফায় অভিযোগপত্র দেয়া হয়। চলতি বছরের ১৪ জানুয়ারি চাঞ্চল্যকর এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

এআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি