ঢাকা, বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪

নোয়াখালী পৌরসভা ভবনে দুর্বৃত্তদের হাত বোমা নিক্ষেপ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৯, ২০ জানুয়ারি ২০২০

নোয়াখালী পৌরসভা ভবনের নিচে গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে দুটি হাত বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে কেন কি কারণে এ বোমা বিস্ফোরণের ঘটনা, তা নিশ্চিত করতে পারেনি পৌর কর্তৃপক্ষ।

সুধারাম মডেল থানা থেকে পৌরসভা ভবনের দূরত্ব ২০০ গজ হলেও খবর পেয়ে আজ সোমবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে সুধারাম থানা পুলিশ।

পৌরসভার সচিব শ্যামল দত্ত জানান, ‘রাতে তিনজন নৈশ্যপ্রহরি ছিলেন। তাদের মধ্যে একজন গার্ডরুমে ছিল। আরেক টয়লেটে এবং অন্যজন ভবনের পিছনে গাড়ির কাছে ছিলেন। হঠাৎ বোমা বিস্ফোরণের শব্দ শুনে তারা ঘটনাস্থলে আসলেও কাউকে দেখতে পায়নি। 

পরে আজ সকালে পৌর মেয়র ঢাকায় যাওয়ার পথে তাকে বিষয়টি জানানো হলে তিনি ঘটনাস্থলে এসে দেখেন এবং পুলিশকে খবর দেন। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’

জানতে চাইলে সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বাতেন জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি