ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২১:০০, ২০ জানুয়ারি ২০২০

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী গ্রামের উচা ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলো, পঞ্চগড় জেলার বাসিন্দা আখতারুজ্জামান রাজা (৩৮), আব্দুর জব্বার (৩২) ও ইদ্রিশ আলী (৩৩)।

রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন জানান, রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী গ্রামে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল আন্ত:জেলা ডাকাত দলের ৭-৮ জন সদস্য। খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তিন জনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়।   

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি