ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটে উদ্ভাবনী মেলা ও শোকেসিং-২০২০ অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২১:০২, ২০ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

“মুজিব বর্ষের দর্শন উদ্ভাবনে উন্নয়ন-উন্নয়নের অভিযাত্রায় সুরভিত বাগেরহাট” শীর্ষক উদ্ভাবনী মেলা ও শোকেসিং ২০২০ অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপি এ মেলা শুরু হয়। বিকেলে সমাপনি অনুষ্ঠান ও পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে মেলা শেষ হয়। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। 

এসময় বক্তব্য দেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক রঘুনাথ কর, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহা-ব্যবস্থাপক জাকির হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন প্রমুখ।

মেলায় জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সরকারি বেসরকারি ১৯টি স্টল অংশগ্রহন করেন। এসব প্রতিষ্ঠান তাদের প্রদত্ত সেবা প্রদান ও গ্রহণের নিয়মকানুন সম্বলিত লিফলেট, ব্যানার ফেস্টুন ও ভিডিও চিত্র প্রদর্শণ করেন। এছাড়া কিছু প্রতিষ্ঠান সেবা দানের ক্ষেত্রে তাদের নতুন উদ্বোধনের বিষয়ে দর্শকদের জানান।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি