ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরগুনায় ডিসি অফিসের কর্মচারীদের কর্মবিরতি

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৮, ২১ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পদবি পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বরগুনায় কালেক্টরেট অফিস চত্বরে কর্মবিরতি পালন ও বিক্ষোভ মিছিল করেছে কালেক্টরেট অফিসের কর্মচারীগণ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী এই কর্মবিরতি পালন করা হয়। 

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি বরগুনা জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আল মাসুদ করিম, দুলাল চন্দ্র দাস, শহীদুল কবির, সাইদুর রহমান ও তৈয়ব আলী।

এসময় বক্তারা বলেন, জেলা কালেক্টরেটের আওয়াতাধীন অফিস সমূহে ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবী পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নীতকরণ করতে হবে এবং যতদিন পর্যন্ত এই দাবি বাস্তবায়ন না হবে ততদিন ধাপে ধাপে এ আন্দোলন চলবে। 

এআই/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি