ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

বিএনপির সবকিছুতে এখন ভাটা: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৩, ২১ জানুয়ারি ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সবকিছুতে এখন ভাটা। তাদের আন্দোলনেও ভাটা পড়ে গেছে, নির্বাচনেও ভাটা পড়ে গেছে।

তিনি বলেন, আর কখনো তাদের জোয়ার আসবে না। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে বিএনপি আর কখনো জোয়ারের দেখা পাবে না।

মঙ্গলবার কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দু:সময়ের কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ, তাই দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।

জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

এসময় জেলা-উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।  

রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে গিয়ে বাংলাদেশ মানবিক সংকটের মুখোমুখি। তাই রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে বিশ্বসম্প্রদায়ের প্রতি মিয়ানমারের উপর চাপ জোরদারের আহবান জানান ওবায়দুল কাদের।

কেআই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি