ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় বৃদ্ধা নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৯, ২১ জানুয়ারি ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহতের নাম সাফিয়া খাতুন (৬০)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মহাসড়কের বাড়িউড়ায় রাস্তা পারাপারের সময় পথচারী সাফিয়া খাতুনকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আইরল গ্রামের মরহুম আবদুল ওয়াদুদের স্ত্রী। 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈনুল ইসলাম জানান, ‘ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।’

এআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি