ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২১:৩৩, ২১ জানুয়ারি ২০২০

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলে দুস্থ পাঁচশ’ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুস্থদের মাঝে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না কম্বল বিতরণ করেন। 

এ উপলক্ষে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর আব্দুর জব্বার উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদার সভাপতিত্বে বক্তব্য রাখেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, ভাইস চেয়ারম্যান সোহেল রানাসহ আরো অনেকে। ব্যুরো বাংলাদেশ নামের একটি বেসরকারি সংস্থা এসব কম্বল সরবরাহ করে।

কেআই/এসি
  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি