ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কলারোয়ায় ইয়াবাসহ দুই যুবক আটক 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৯, ২১ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

কলারোয়ায় থানা পুলিশের অভিযানে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী বুশ নামে এক যুবক ও পূর্বের মাদক মামলার পলাতক আসামী আক্তারুল ইসলামকে আটক করা হয়। 

মঙ্গলবার দুপুরের দিকে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান-তার নেতৃত্বে থানার এসআই মো. ইস্রাফিল, এএসআই শেখ মোস্তাক আহম্মেদ, এএসআই মো. রফিকুল ইসলামসহ সংগীয় ফোর্সের সহায়তা মঙ্গলবার ভোররাতে অভিযান পরিচালনা করেন। 

অভিযান চালাকালে উপজেলার খলসী গ্রামের মৃত দাউদ খানের ছেলে আক্তারুল ইসলাম (৩০) কে তার বাড়ী থেকে আটক করা হয়। এর আগে উপজেলার ব্রজবাসকা গ্রামের শামসুল হকের ছেলে সহিদুল ইসলাম বুশ (২৫) কে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।

কেআই/এসি

 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি