ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯, ২২ জানুয়ারি ২০২০

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে এই সার্ভিস বন্ধ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা ফেরি অফিসের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান।

তিনি জানান, ঘন কুয়াশায় নিকটবর্তী কোনও বস্তুকে দেখা সম্ভব হচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে এই রুটের ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে।

ফেরির মাস্টারদের উদ্বৃতি দিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এর এই কর্মকর্তা আরও জানান, কুয়াশার তীব্রতা এতটাই বেশি যে নিকটবর্তী কোনও বস্তু দেখা যাচ্ছে না। তাই যেকোনও সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

বিষয়টি বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ফেরি চলাচল সাময়িক বন্ধ করা হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে শত শত যানবাহন আটকে রয়েছে। কুয়াশা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ফেরি চলাচল শুরুর কথাও জানান ওই কর্মকর্তা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি