ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:০৮, ২২ জানুয়ারি ২০২০

পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে ঠাকুরগাঁওয়ে কর্মবিরতি পালন করেছে কালেক্টরেট সহকারী সমিতির কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অফিসের সকল কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন তারা।

এসময় বক্তারা বলেন, বার বার আশ্বাসের পরও তাদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণ হচ্ছে না। তাদের  দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি প্রদান করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
 
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি জর্জিসুর রহমান, সাধারাণ সম্পাদক আব্দুল করিম, যুগ্ন সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, কর্মচারী সদস্য সাফিকা আক্তার বানুসহ কর্মকর্তা-কর্মচারীরা। এ দিকে একই দাবিতে উপজেলা কালেক্টরেট কর্মচারীরাও কর্মবিরতি কর্মসূচি পালন করে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি