ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যশোরে গণপিটুনিতে গরুচোর নিহত

যশোর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫১, ২৩ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

যশোরের ঝিকরগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ইলিয়াস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময়  আরও একজন আহত হন।  

বৃহস্পতিবার ভোরে ঝিকরগাছার চন্দ্রপুর গ্রাম থেকে হতাহতদের উদ্ধার করেছে পুলিশ। 

নিহত ইলিয়াস হোসেন (৩৫) উপজেলার কৃষ্ণপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে ও  আহত আব্দুল (৩০) ও মল্লিকপুর গ্রামের কালু মিয়ার ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ তৌহিদুল ইসলাম বলেন, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঝিকরগাছার চন্দ্রপুর গ্রামের ইনসান আলীর গোয়ালের তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল ইলিয়াস ও আব্দুল। এ সময় একজন ছাত্র রাত জেগে পড়ালেখা করছিল। সে টের পেয়ে যায় গরু চুরির বিষয়টি। 

তিনি বলেন, এরপর এলাকাবাসী সংগঠিত হয়ে চোরদের ধাওয়া দিয়ে পিটুনি দিয়েছে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। ভোরে পুলিশ হতাহতদের উদ্ধার করেছে। আহত আব্দুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি