ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘মুজিব বর্ষে নারী শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে হবে’

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৩, ২৩ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

মুজিব বর্ষে নারী শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাল্যবিয়ে রোধ, মাদক ও যৌন হয়রানি বন্ধসহ নানা বিষয়ে পদক্ষেপ নিতে হবে। 

বৃহস্পতিবার বাগেরহাটে ৫ দিনব্যাপী গার্ল গাইডস এর প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো.মামুনুর রশীদ এসব কথা বলেন।

বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে গার্ল গাইডস এর বাগেরহাট জেলা কমিশনার ও বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোসা. ফারহানা আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিচাদ বিশ্বাস, আঞ্চলিক সিনিয়র ট্রেইনার শিরিন গুলশানারা, স্থানীয় কমিশনার ঝিমি মন্ডল প্রমুখ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি