ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:০৬, ২৩ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

হিমালয়ের উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে যাওয়া ঠান্ডা বাতাসের কারণে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে ঠাকুরগাঁও ও তার পার্শ্ববর্তী এলাকায়। ঠান্ডা বাতাসের সঙ্গে বৃষ্টির ন্যায় ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। দৃষ্টি সীমা ১০ মিটারের নীচে নেমে আসায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। দিনমজুর, কৃষি শ্রমিক এবং  দিনমজুরসহ নিন্ম আয়ের মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর ভিড়। বোরো বীজতলায় পচন দেখা দেওয়ায় কৃষক পলিথিনে ঢেকে রেখে এবং আলু ক্ষেত্রে গোড়াপচা রোগ দেখা দেওয়ায় কিটনাশক ছিটিয়ে তা রক্ষার কাজে ব্যস্ত সময় পার করছেন। এদিকে নতুন শ্রেণীতে উপস্থিত হতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভীষণ কষ্ট হচ্ছে বলে অনেকে বিদ্যালয়ে অনুপস্থিত থাকছে। 

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি