ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অভয়নগরে ভ্যান চোর সন্দেহে পিটিয়ে হত্যা 

যশোর প্রতিনিধি  

প্রকাশিত : ১১:০১, ২৪ জানুয়ারি ২০২০

যশোরের অভয়নগরে ভ্যান চোর সন্দেহে ইলিয়াস শেখ (৪০) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার শুভরাড়া মাঠপাড়ায় এ গণপিটুনির ঘটনা ঘটে। নিহত ইলয়াস শেখ ওই গ্রামের হাকিম শেখের ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘শুক্রবার ভোর ৪টার দিকে অভয়নগর থানার শুভরাড়া মাঠপাড়ায় হাজী আছাদ ভুইয়ার বাড়ির সামনে ভ্যান চোর সন্দেহে ইলিয়াস শেখকে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’ 

খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

এআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি