ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৬, ২৪ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৬:১১, ২৪ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুরের কোনাবাড়ি থেকে ৫ হাজার ৯৩৫ পিস ইয়াবাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ র‌্যাব-১২। আটক স্বপন মিয়া (৫৫) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সাজাইল গ্রামের মৃত মহসীন আলীর ছেলে। 

সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানি কমান্ডার এএসপি মো. খলিলুর রহমান শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘ দিন ধরে উত্তরাঞ্চলসহ সাড়া দেশে কৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল মাদক ব্যবসায়ী স্বপন। পরে র‌্যাব-১২ এর সদস্যরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ ভোরে গাজীপুর মহানগর কোনাবাড়ী থানার কোনাবাড়ী স্ট্যান্ডের সাগর হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অবস্থানকালে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছে থাকা ৫ হাজার ৯৩৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে র‌্যাবের ওই কর্মকর্তা জানান। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি