ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

অবৈধভাবে বালু উত্তোলনের ৩ টি ড্রেজার পুড়িয়ে দিলেন ইউএনও

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৫, ২৪ জানুয়ারি ২০২০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া এবং বাচরা গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩টি স্পটে থাকা ৩টি অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস  করা হয়েছে। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহার নেতৃত্বে চলা ভ্রাম্যমান আদালত  শুক্রবার দিনভর অভিযান পরিচালনা করে তা ধ্বংস করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা জানান, প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। এই অবৈধ ড্রেজারের দৌরাত্ব বন্ধ করতেই এই এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে তিনটি স্থানে মোট ৩টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তিনি আরো জানান, শাহজাদপুর উপজেলার যেখানে অবৈধ ড্রেজার চালানো হচ্ছে সেখানেই অভিযান চালানো হবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি