ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নলছিটিতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৯, ২৪ জানুয়ারি ২০২০

নলছিটিতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

নলছিটিতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

ঝালকাঠির নলছিটিতে গৃহকর্তার হাত-পা বেঁধে ও শিশু পুত্রের গলায় অস্ত্র রেখে পরিবারের সকলকে জিম্মি করে নগদ ৪ লাখ টাকা-স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের তেওলা গ্রামের হাজীবাড়ির (সাবেক পুলিশ সুপার আঃ রশিদ মোল্লার শ্বশুরবাড়ি) তোফাজ্জেল হোসেন হাওলাদারের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। 

তোফাজ্জেল হাওলাদারের পুত্র মামুন হাওলাদার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ডাকাত দল পরিবারের সবাইকে জিম্মি করে নগদ চার লক্ষাধিক টাকা, স্বর্ণের দুটি রুলী, কানের দুল, গলার চেইন, আংটি ও একটি এয়ারগানসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। ঘটনাস্থল ত্যাগ করার পূর্বে অস্ত্র ও মুখোশধারী ডাকাত দল তাদের বিষয় নিয়ে থানা-পুলিশ করলে বা বাড়াবাড়ি হলে বোমা মেরে পুরো পরিবার উড়িয়ে দেয়ার হুমকিও দিয়ে যায়। এতে আতংকিত পরিবারিটির সদস্যরা।

ঘটনার পর শুক্রবার সকালে মানপাশা পুলিশ ফাঁড়ির টহল পুলিশ ও নলছিটি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা বিষয়টি ডাকাতি নয়, চুরি হয়েছে বলে দাবি করেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি