ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরগুনায় বাসের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩২, ২৫ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বরগুনায় বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পথচারীসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। 

শনিবার (২৫ জানুয়ারি) সকালে বরিশাল-কুয়াটা সড়কের আমতলীর এ কে স্কুল চৌরাস্তায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পটুয়াখালী থেকে ছেড়ে আসা কুয়াটাগামী মায়ের দোয়া পরিবহন ঘটস্থলে একটি মাইক্রোকে ধাক্কা দেয়। এতে মাইক্রোটি সড়কের পাশে থাকা ইজিবাইককে (অটো রিকশা) সজরে ধাক্কা দিলে ইজিবাইকে থাকা নুপুর ও তার ১২ বছরের ছেলেসহ তিনজন নিহত হন। 

এ সময় পথচারীসহ মাইক্রো ও ইজিবাইকে থাকা অন্যান্য যাত্রীরাও আহত হন। নিহত ও আহতদের বরগুনা আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। 

এআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি