কুমিল্লায় মুজিববর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী
প্রকাশিত : ১২:৪২, ২৫ জানুয়ারি ২০২০
মুজিববর্ষ উপলক্ষে কুমিল্লা ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে দেশের ৬৪টি জেলার ফটোগ্রাফারদের নিয়ে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী শুরু হয়েছে।
দ্বিতীয় দিন শনিবারও জেলার বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এতে ভিড় জমাচ্ছেন।
এর আগে শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে নগরীর টাউন হল মাঠে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণের ফটোগ্রাফার শুক্কুর আলীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় ফটোগ্রাফি সোসাইটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এআই/
আরও পড়ুন