ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সিরাজগঞ্জে আনন্দ মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৩, ২৬ জানুয়ারি ২০২০

সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের ২য় পর্যায়ের প্রকল্প একনেকে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়েছে। 

আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুরে প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে এই আনন্দ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যলয়ে এসে শেষ হয়। 

পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পত্র প্রেরণ করেন। এসময় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের হাতে পত্রটি তুলে দেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল হান্নান।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি