ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যার সাক্ষী গ্রহন অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

প্রকাশিত : ১৮:৪১, ২৬ জানুয়ারি ২০২০

কুড়িগ্রামে বহুল আলোচিত ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলায় আজ তার স্ত্রীসহ দুজন স্বাক্ষি দিয়েছেন। একটি হত্যাকান্ডকে কেন্দ্র করে দুটি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। একটি বিস্ফোরক আইনে অপরটি হত্যা মামলায়। 

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে হত্যা মামলায় আজ সাক্ষি দিলেন তার স্ত্রী আম্বিয়া ও প্রতিবেশী নুরন্নবী। অপরদিকে বিস্ফোরক আইনে মামলায় সাক্ষি দিলেন অপর প্রতিবেশী গোলাম রব্বানী।

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ মার্চ কুড়িগ্রাম সয়দরের গাড়িয়ালপাড়া এলাকায় নিজ বাড়ী থেকে সকালে প্রাত:ভ্রমণের সময় বাড়ীর পাশেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে জেএমবি সদস্যরা। হত্যার পর বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে তারা মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। মামলায় আটক জেএমবি’র সদস্য রাজিবগান্ধী ও গোলাম রব্বানী হলি আর্টিজান ও শোলাকিয়ায় হত্যা মামলার আসামীও। মামলায় আসামী পক্ষে ছিলেন এডভোকেট হুমায়ুন কবির। 

রাস্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন  জানান, আজ দুটি মামলায় সাক্ষ নেয়া হয়। একটি বিস্ফোরক আইনে অপরটি হত্যা মামলায়। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি