ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ২৭ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

সিলেটে হঠাৎ করে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪. ১। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলা। 

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১টা ১০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। দুপুর সোয়া ২টার দিকে আবহাওয়া অধিদফতরের সিলেট কার্যালয় থেকে পাঠানো এক ইমেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা আবহাওয়া অফিসের ইলেকট্রিক্যাল সহকারী মো. হানিফ জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল সিলেট সদর থেকে ৯ কিলোমিটার উত্তরে গোয়াইনঘাট উপজেলা। ভূমিকম্পের মাত্রা ছিল রিকটার স্কেলে ৪ দশমিক ১।

ভূমিকম্পের ঝাঁকুনিতে আতঙ্কে মানুষ বাসাবাড়ি ও মার্কেট থেকে দৌড়ে রাস্তায় নেমে আসেন। 

ভূমিকম্পে নগরের কয়েকটি বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি