ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

রাজশাহী সীমান্তে বিজিবি-চোরাকারবারি গোলাগুলি

রাজশাহী অফিস

প্রকাশিত : ১৮:২০, ২৭ জানুয়ারি ২০২০

রাজশাহীর সাহাপুর সীমান্ত এলাকায় বিজিবির সাথে চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার রাত ১১টার দিকে গোলাগুলির এক পর্যায়ে চোরাকারবারিরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। 

পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয় বলে রাজশাহী ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানিয়েছেন।

তিনি জানান, রোববার রাতে চারঘাট উপজেলার সাহাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে অস্ত্র প্রবেশ করবে বলে খবর পায় বিজিবি। রাত আনুমানিক ১১টার দিকে অস্ত্র চোরাকারবারিরা চালান নিয়ে দেশে প্রবেশের সময় বিজিবির অবস্থান টের পেলে গুলি ছোড়ে। এ সময় বিজিবির সদস্যরাও চোরাকারবারিদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। 

এ সময় বিজিবি সদস্যরা ২৭ রাউন্ড গুলি ছোড়ে। অবস্থা বেগতিক দেখে চোরাকারবারিরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশী করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন পাওয়া যায়। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি