ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কুমিল্লায় ৬ষ্ঠ দিনের কর্মবিরতিতে কালেক্টরেট কর্মচারীরা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৫, ২৮ জানুয়ারি ২০২০

সারাদেশের ন্যায় কুমিল্লায় কালেক্টরেটের তৃতীয় শ্রেণির কর্মচারিদের পদবি পরিবর্তনের দাবিতে ৬ষ্ঠ দিনের মত কর্মবিরতি পালন করেছে কালেক্টরেট সহকারী সমিতি। 

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করা হয়। দুপুর ১টা পর্যন্ত চলে এ কর্মসূচি। 

এসময় বক্তব্য রাখেন- কালেক্টরেট সহকারী সমিতি জেলা শাখার সভাপতি মো. হানিফ, সহ-সভাপতি সুলতান নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ‘২০১১ সালের ১৯ জুন পদবি পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপে অনুমোদন দেন প্রধানমন্ত্রী। কিন্তু তা আজও বাস্তবায়ন হয়নি। অবিলম্বে পদবি পরিবর্তন করে মর্যাদা বৃদ্ধি করা না হলে ব্যাপক আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।’

উল্লেখ্য, বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস এবং উপজেলা ভূমি অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারীরা তাদের পদ-পদবি পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন।

এআই/ 


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি