ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নাটোরে আনসারুল্লা’র দুই সদস্য ৪ দিনের রিমান্ডে

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১১, ২৮ জানুয়ারি ২০২০

নাটোর থেকে আটক আনসারুল্লাহ বংলা টিমের ২ সদস্য আরিফুল ও রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা র‌্যাব ক্যাম্পের এসআই  মামুদুল্লাহ। শুনানি শেষে আদালত তাদের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

নাটোর র‌্যাব ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই মামুদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত বছরের ৩১ অক্টোবর নাটোর সদর উপজেলার কৈগাড়ি ও ফরিদপুর আমহাটী এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ও রবিউল ইসলামকে অস্ত্রসহ আটক করে র‌্যাব। 

এআই/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি