ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সুন্দরবন রক্ষায় সরকারের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩২, ২৮ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৬:৩৩, ২৮ জানুয়ারি ২০২০

সুন্দরবন সফরে মার্কিন রাষ্ট্রদূত। ছবি: একুশে টেলিভিশন

সুন্দরবন সফরে মার্কিন রাষ্ট্রদূত। ছবি: একুশে টেলিভিশন

উপকূলীয় এলাকার মানুষ ও সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষায় কাজ চলছে। জলবায়ু পরিবর্তন ও সুন্দরবন রক্ষায় সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন প্রকল্পে ফান্ড দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। এরই অংশ হিসেবে সুন্দরবন সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, ‘আমি জীবনে প্রথমবার সুন্দরবনে এসে আড়াই দিন থাকলাম। এটা আমার জীবনের এক অনন্য অভিজ্ঞতা। এই সফরে আমি দেখলাম, সুন্দরবন এবং তার জীব বৈচিত্র্য বিশেষ করে রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় সরকার, আইন প্রয়োগকারী সংস্থাসহ অন্যান্য অনেক সংস্থা কাজ করে চলেছে’। 

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে মোংলার জয়মনিরঘোল এলাকায় সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় পরিচালিত কয়েকটি সংগঠনের সঙ্গে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি জয়মনিরঘোলে টাইগার টিমের বাঘ তাড়ানো কার্যক্রম দেখেন। এছাড়া ওয়াইর্ল্ড টিম, টাইগার টিম, ইউএসআইডি ও সিএমসি সংগঠনের সঙ্গে বৈঠক করেন। 

রাষ্ট্রদূত আরও বলেছেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সুন্দরবন ও পরিবেশ রক্ষায় খুবই আন্তরিক। সুন্দরবন শুধু বাংলাদেশের সম্পদ নয়। এটা বিশ্বের সম্পদ। সুন্দরবনে বাঘের সংখ্যা আবারও বৃদ্ধি পাচ্ছে। যেটা আপনাদের শিশুসহ বিশ্বের সব শিশুদের জন্যে বিশেষ করে পরবর্তী প্রজন্মের জন্য আশাব্যাঞ্জক। সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার, ডলফিন, চিত্রা হরিণসহ যেসব দূর্লভ প্রাণী রয়েছে তাদের রক্ষা জন্যে সবারই কাজ করা উচিত। 

এ সময় মার্কিন রাষ্ট্রদূত মিলারের সঙ্গে ছিলেন আমেরিকান এ্যাম্বাসির পরিচালক ডার্ক ব্রাউন, ওয়াইর্ল্ড টিমের সিও প্রফেসর আসাবুল ইসলাম, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল, পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: বেলায়েত হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী। 

গত ২৬ জানুয়ারি (রবিবার) হেলিকপ্টার যোগে মোংলায় আসেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। আড়াইদিন ধরে বিলাসবহুল লঞ্চে সুন্দরবনের বিভিন্ন স্পট ঘুরে দেখেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে জয়মনিরঘোল থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি