ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে হামদ-নাত-ক্বিরাত প্রতিযোগিতা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩২, ২৮ জানুয়ারি ২০২০

রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে হামদ-নাত, আযান ও ক্বিরাত প্রতিযোগিতা

রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে হামদ-নাত, আযান ও ক্বিরাত প্রতিযোগিতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে হামদ-নাত, আযান ও ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী পুলিশ লাইন্স ড্রিলশেডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম। এসময় উপস্থিত ছিলেন- রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সাহাবুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফ উজ জামান প্রমুখ। 

এ প্রতিযোগিতায় ১১ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ীরা আগামী ৫ থেকে ১০ রমজান রাজধানী ঢাকায় আয়োজিত জাতীয় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি