ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মোংলা বন্দরে বসেছে করোনা ভাইরাস সংক্রমণ রোধের যন্ত্র

মোংলা প্রতিনিধি      

প্রকাশিত : ২০:৩৬, ২৮ জানুয়ারি ২০২০

করোনা ভাইরাস সংক্রমণ রোধে অবশেষে মোংলা বন্দরে বসানো হয়েছে সুরক্ষা যন্ত্র (পোর্টেবল লেজার ডিটেক্ট)। মঙ্গলবার (২৮ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টায় বন্দর জেটির প্রধান ফটক বা নিরাপত্তা গেইটে এ যন্ত্র বসানো হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-সচিব মো. মাকরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, এই যন্ত্র দিয়ে জেটিতে প্রবেশকারী সকল কর্মকর্তা কর্মচারী এবং সকল প্রকার শ্রমিকদের পরীক্ষা নিরীক্ষা করে ঢোকানো হচ্ছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পোর্ট হেলথ কর্মকর্তা ডা. সুফিয়া খাতুন জানান, পোর্টেবল লেজার ডিটেক্টরের পাশাপাশি বন্দর জেটির প্রবেশমুখে দুটি ইনফারেন্স থার্মোমিটার বসানো হয়েছে। এখন পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণ রোগী শনাক্ত হয়নি বলেও তিনি জানান। 

কেআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি