ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আত্রাইয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪১, ২৮ জানুয়ারি ২০২০

নওগাঁর আত্রাই উপজেলার পারগুরনই গ্রামে রাসেল হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে নিহতের বাড়ির সামনেই এই ঘটনা ঘটে।

নিহত রাসেল ওই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে এবং অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায় ও সিআইডি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন জানান, সোমবার দিবাগত রাত ১০টার দিকে রাসেল গ্রামে বাজার থেকে বাড়ি ফেরার সময় বাড়ির পাশে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা রাসেলকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং দুর্বৃত্তরা হত্যা করে পালিয়ে যায়।

জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে থানার ওসি জানান।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি