ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

গাজীপুরের বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটিতে মোবাইল অ্যাপ উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৪, ২৯ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে ‘মাই বিডিইউ’ নামে মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মুনাজ আহমেদ নুর মোবাইল অ্যাপটি উদ্বোধন করেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি, তথ্য-উপাত্তসহ সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার মোঃ আশরাফ উদ্দিন, অধ্যাপক আখতারুজ্জামান, সিনিয়র সিস্টেম এনালিস্ট মুহাম্মদ শহীনুল কবীরসহ শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি