ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে হোমিও চিকিৎসকের মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৭:৫০, ২৯ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল গাফ্ফার রিপন (৪৩) নামে এক হোমিও চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার আগলা পোষ্ট অফিস এলাকার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন ঐ গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তার আগলা পোষ্ট অফিস এলাকায় একটি হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্র ছিল। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে ঘরে টিভি দেখছিলেন রিপন। ছবি ঝিরঝির করায় টিভি চালু অবস্থায় বাড়ির দোতলায় ডিস সংযোগ ক্যাবল দাঁত দিয়ে কাটার চেষ্টা করছিলেন। এসময় শরীরে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি