ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২০:২২, ২৯ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

সাতক্ষীরা কলারোয়া উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভির্য আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শ্রী-শ্রী সরস্বতী দেবী পূজা উদযাপিত হয়েছে। বুধবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,মন্দিরসহ হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে এই পূজার আয়োজন করা হয়। 

বীণাপানি স্বরস্বতী দেবীকে শিক্ষা ও সংস্কৃতির প্রতীক হিসেবে হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন। বাণী অর্চনার মাধ্যমে এই পূজা বহুকাল যাবত উদযাপিত হয়ে আসছে। কলারোয়া পৌর গীতা পরিষদ, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, বেত্রাবতী হাইস্কুল, হরিতলা পূজা মন্ডপ, মুরারিকাটি পালপাড়া পূজামন্ডপ, তুলশীডাঙ্গা ঘোষ পাড়া পূজা মন্ডপ, গোগ রাধা গোবিন্দ মন্দির, সোনবাড়িয়া শ্যামসুন্দর মঠ মন্দিরসহ বিভিন্নস্থানে পূজা আর্চনায় অংশ নেন এ ধর্মের শিক্ষার্থীসহ অনেকে। পুজা শেষে ভক্তবৃন্দদের মাঝে ভোগ সরবরাহ করা হয়। 

পৃথক  এ সকল পূজা অনুষ্ঠানে কলারোয়া গীতা পরিষদের পৌরসভার সভাপতি সৌরভ দত্ত, সাধারণ সম্পাদক পল্লব মন্ডল বাপ্পা, শোভন দত্ত, প্রশান্ত দেবনাথ, পরিমল রায়, কৃষ্ণ চৌধুরী, তাপস, গৌতম, আকাশ, সুব্রত, অমিত, বরুন, সজীব, শুভ,আদিত্য, অভিশেষ চৌধুরী, প্রশান্ত বেদ নাথ, সুভজিৎ চৌধুরী, পার্থ মন্ডল, শেখর, সুজিত, শিখা, শ্রাবণী, জয়ন্ত, আকাশ, মিছুন, সুব্রত হালদার, কলারোয়া নিউজ’র রিপোর্টার গোপাল ঘোষ বাবু, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ^র চক্রবর্তী, পৌর কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মণ, উপজেলা গীতা পরিষদের সভাপতি নিখিল চন্দ্র অধিকারী, শিল্পকলা একাডেমীর শিক্ষিকা শীলা রাণী হালদার, পূজারী বরুন কুমার ভট্টাচার্য, অমিত ভট্টাচার্য, কলারোয়া পাইলট হাই স্কুলের শিক্ষক কিশোর কুমার, রাজ শেখর, রাজেশ, সুদীপ্ত,অর্পণ, গোপাল, টিউলিপ, কলারোয়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, গোপাল চন্দ্র দে, শুভজিৎ নন্দী, পার্বতী পাল, চায়না রানী কর্মকার, সুনীল রায়, গনপতি বিশ্বাস, উত্তম কুমার চৌধুরী, প্রকাশ হালদার, সুইটি ঘোষ, দিপালিকা সাহা, মোহন সাহা, শিল্পী দে, রচনা বিশ্বাস, তমালিকা সাধু, অর্পিতা রায় চৌধুরী, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ রাশেদুল হাসান কামরুল, সহকারী শিক্ষক সমীর কুমার সরকার, দেবাশীষ সরদার, রীনা রাণী পাল, অভিভাবক পশুপতি বাবু, শিক্ষার্থী বাপ্পী কুমার, বাপ্পি কুমার, সাগর কুমার, মিলন, তৃষ্ণা, রিয়া পাল, শান্ত কুমারসহ সনাতন ধর্মাবলম্বী ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

কেআই/আরকে


 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি