ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় বৃদ্ধাকে ধর্ষণের দায়ে বাস হেলপার গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩০, ৩০ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

কুমিল্লায় এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে আসহান উল্লাহ ওরফে হাসান (৪০) নামে এক বাস হেলপারকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বুধবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার শাসনগাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসহান উল্লাহ জেলার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের মৃত রবিউল্লাহর ছেলে। সে কুমিল্লা ট্রান্সপোর্ট নামে একটি পরিবহনের হেলপার হিসেবে কাজ করে আসছিল। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, ধর্ষিতা বৃদ্ধা নগরীর শাসনগাছা এলাকায় পাবলিক টয়লেট পরিস্কারের কাজ করেন। এ সুবাদে ওই টয়লেটের পাশে একটি ঘরে থাকতেন। গত শনিবার দিবাগত রাতে টয়লেটে যাওয়ার কথা বলে ওই বৃদ্ধার ঘরে প্রবেশ করে ধর্ষণ করে ওই লম্পট। 

এতে ওই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই বৃদ্ধা বাদী হয়ে বুধবার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করেন। 

কোতয়ালী মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, ‘বৃদ্ধার অভিযোগের প্রেক্ষিতে বাস হেলপার আসহান উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি সে স্বীকার করেছে। বৃহস্পতিবার (আজ) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।’ 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি