ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খাগড়াছড়িতে গোলাগুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪২, ৩০ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে অর্জুন চাকমা  (৩৮) নামে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছেন।

আজ বৃহষ্পতিবার জেলার মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের অন্তর্গত দেওয়ান পাড়া পাশ্ববর্তী টিলায় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন ভূইয়া জানান, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ ও প্রতিপক্ষ দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্বার হয়েছে।”

পরে ইউপিডিএফের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিহত অনি চাকমা ইউপিডিএফ খাগড়াছড়ি ইউনিটের সংগঠক বলে দাবি করা হয়। রাষ্ট্রীয় মদদ পুষ্ট সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

এআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি