ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তিন বছর কারাভোগের পর দেশে ফিরল তরুণী 

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

প্রকাশিত : ২০:২৭, ৩০ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ভারতে তিন বছর কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে আমেনা খাতুন নামে বাংলাদেশী এক তরুণীকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। বৃহস্পতিবার সকালে তাকে হস্তান্তর করা হয়। আমেনা খাতুন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, ২০১৮ সালে ভ্রমণ ভিসা নিয়ে আমেনা খাতুন ভারতে যায়। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সে ভারতে বসবাস করছিল। পরে কলকাতা পুলিশ তাকে আটক করে আদালতে পাঠালে আদালত তাকে জেল হাজতে পাঠায়। ভারতের একটি মানবাধিকার সংস্থা তাকে জেল থেকে কলকাতার শোলপুর উজালা হোমে রাখেন। পরে দু‘দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। 

ইমিগ্রেশনের ওসি (তদন্ত) মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেরত আসা তরুণীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে। সেখান থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি