ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর মাজারে বাগেরহাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রোদ্ধা

বাগেরহাট প্রতিনিধি    

প্রকাশিত : ২২:৪১, ৩০ জানুয়ারি ২০২০ | আপডেট: ২২:৫৪, ৩০ জানুয়ারি ২০২০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে বাগেরহাট প্রেসক্লাবের নব নির্বাচিত নের্তৃবৃন্দের শ্রোদ্ধা নিবেদন করেছেন। 

বৃহস্পতিবার বিকালে বাগেরহাট প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি এ্যাভোকেট এমডি মোজাফ্র হোসেন ও সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকীর নের্তৃত্বে প্রেসক্লাবের নব নির্বাচিত কর্মকর্তাবৃন্দ জাতিরজনক বঙ্গবন্ধু’র মাজার বেদীতে ফুল দিয়ে শ্রোদ্ধা নিবেদন করেন। পরে মাজার জিয়ারত শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন। 

বাগেরহাট প্রেসক্লাবের নব নির্বাচিত নের্তৃবৃন্দের শ্রোদ্ধা নিবেদন কালে অন্যান্যের মধ্য বাগেরহাট প্রেসক্লাবের নব নির্বাচিত সহ সভাপতি নীহার রঞ্জন সাহা, সহ সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন, দপ্তর সম্পাদক নকীব সিরাজুল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শওকত আলী বাবু, সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোর্শারফ হুসাইন, নিবাহী কমিটির সদস্য সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, মো. দেলোয়ার হোসেন, মাহফিজুর রহমান, ইসরাত জাহান, মীর জায়েসী আশরাফী জেমসসহ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো. কারুজ্জামান, ফকির হাসান আলী, শেখ আবু সাঈদ শুনু উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি