ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে চার বছরের শিশুর লাশ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৬, ৩১ জানুয়ারি ২০২০

জয়পুরহাটে সাড়ে চার বছরের ইরাম হোসেন নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার চকশ্যাম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইরাম ঐ এলাকার এনামুল হোসেনের ছেলে। 

পুলিশ ও শিশুটির পরিবার জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার পর ইরাম বাড়ির পাশে খেলা করছিল। সন্ধ্যার পর শিশুটি বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখোঁজি করে তাকে না পেয়ে স্থানীয়ভাবে মাইকিং করে। পরের দিন সকাল ৮টার দিকে শিশুটির বাড়ির প্রায় ৫০০ গজ দূরে আব্দুল মতিনের গোয়াল ঘরের পেছনে প্লাস্টিকের বস্তার মধ্যে প্রতিবেশিরা লাশটি দেখতে  পায়। 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করা হয়েছে এবং প্রতিবেশি ট্রাক ড্রাইভার রেজাউল ইসলাম ও তার ছেলে রাজু আহম্মেদকে জিজ্ঞাসাবাদের  জন্য আটক করা হয়।
 
কেআই/আরকে 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি