ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

সুন্দরবনে ৫০ কেজি হরিণের মাংসসহ চামড়া ও মাথা উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৪, ৩১ জানুয়ারি ২০২০

সুন্দরবন থেকে ৫০ কেজি হরিণের মাংস, ৩টি চামড়া ও একটি মাথা উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে কোস্ট গার্ড পশ্চিম জোন, মোংলার একটি টহল দল সুন্দরবনের ছোট কুমড়াকাঠি খাল এলাকা থেকে এগুলো জব্দ করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ-আল-মাহমুদ জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে কোস্টগার্ড সদস্যরা কুমড়াকাঠি খাল এলাকায় টহল দিচ্ছিল।

এ সময় অবৈধভাবে বিক্রির জন্য রাখা ৫০ কেজি হরিণের মাংস, ৩টি চামড়া ও একটি মাথা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস, চামড়া ও মাথা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবন বন বিভাগের শিবসা কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি