ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

কলারোয়ায় ৫২ বোতল ফেনসিডিলসহ ৪ যুবক গ্রেফতার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৮, ৩১ জানুয়ারি ২০২০

সাতক্ষীরা কলারোয়ায় ৫২ বোতল ফেনসিডিলসহ ৪ যুবক গ্রেফতার হয়েছে।  বৃহস্পতিবার সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়।

এতে এসআই রাজ কিশোর পাল, এসআই সুবীর কুমার পাল ,এআই রবিউল ইসলাম, এএসআই বাবর আলী সহ ফোর্সের সহায়তায় উপজেলার হেলাতলা ইউনিয়নের চেরাঘাট গ্রামস্থ জনৈক আরিজুল ইসলামের বাশবাগানের উত্তর র্পুব কোন হইতে ওই গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে মোকলেছুর রহমান (২৭), পাঁচপোতা গ্রামের নিয়মিত মামলার আসামী মৃত আ. সামাদ এর ছেলে ইসমাইল হোসেন (২৫), ইজ্জেত আলীর ছেলে নওশের আলী (৩৮) ও চেড়াঘাট গ্রামের নজের গাজীর ছেলে জোহর আলী (৫৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি