ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

অবৈধ ক্যাবল অপারেটরের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ২০:১১, ৩১ জানুয়ারি ২০২০ | আপডেট: ২০:১২, ৩১ জানুয়ারি ২০২০

কুমিল্লার বরুড়ায় অবৈধ ক্যাবল অপারেটরের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বরুড়া বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুল ইসলাম। 

এসময় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা, বাংলাদেশ টেলিভিশন এর লাইসেন্স ইন্সপেক্টর আকরাম উল ইসলাম, বরুড়া থানার এ এস আই ইসমাইল হোসেন। 

অভিযানে ৭টি স্থান থেকে ১৭টি মেশিন আটক এবং ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা বলেন, কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা করছে তারা কি বৈধভাবে করেছে, না অবৈধভাবে করছে ও তাদের বৈধ লাইসেন্স আছে কিনা এই ব্যবসায়ীরা দীর্ঘদিন সরকারকে রাজস্ব আয় ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে, তাই তাদেরকে মোবাইল কোর্টের আলতা নিয়ে আসছি আমরা এবং আমাদের এ মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি