ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নবাবগঞ্জে প্রয়াত সাংবাদিক মুজিবর রহমানের স্মরণ সভা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ২২:৩৩, ৩১ জানুয়ারি ২০২০

ঢাকার নবাবগঞ্জ উপজেলার দ্যা নিউন্যাশন পত্রিকার নবাবগঞ্জ প্রতিনিধি ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক প্রয়াত সিনিয়র সাংবাদিক মুজিবর রহমানের স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব প্রেসক্লাবে এ মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেণ নবাবগঞ্জ কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ।

নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাহিদুল হক খান ডাবলু, সহসভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, ঢাকা জেলা পরিষদের সদস্য ওয়াহিদুজ্জামান রনি, ক্লাবের দপ্তর সম্পাদক বিপ্লব ঘোষ, কোষাধ্যক্ষ ইমরান হোসেন সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর রহমান, সাবেক সহসভাপতি ফজলুর রহমান, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদের হোসেন বুলু ,সংবাদকর্মী আলীনুর ইসলাম মিশু প্রমুখ।
উল্লেখ্য,মুজিবর রহমান ২০১৯ সালের ৯ অক্টোবর বুধবার রাজধানীর কিডনী ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেণ।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি