ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আখের অভাবে বন্ধ হয়ে গেল ঠাকুরগাঁও সুগার মিলস

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:১৩, ৩১ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

আখের অভাবে নির্ধারিত সময়ের ১৮দিন আগেই শুক্রবার বন্ধ হয়ে গেল ঠাকুরগাঁও সুগার মিলস এর ৬২তম আখ মাড়াই কার্যক্রম। মিল কর্তৃপক্ষ জানান, লক্ষ্যমাত্রা অনুয়ায়ী এবং পর্যাপ্ত পরিমাণে আখ সর্বরাহ না থাকায় ৬০দিনের পরিবর্তে ৪২ দিনেই মাড়াই কার্যক্রম বন্ধ করতে হয়েছে।

৬৫ হাজার মেট্রিক টন আখ ও ৪৭ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা এবং ৭৯ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে গত ২০ ডিসেম্বর মিলে আখ মাড়াই কার্যক্রম শুরু করা হয়েছিল। 

এ পর্যন্ত (৪২ দিনে) ৫৩ হাজার ৭শ’ ৩০ মে.টন আখ এবং ৩হাজার ২শ’ ১ মে.টন চিনি উৎপাদন হয়েছে। শুক্রবার দুপুরে মিলের  ৬২তম আখ মাড়াই কার্যক্রমে সমাপ্তি ঘোষণা করা হয়। 

মিলের ডেপুটি প্রোডাকশন ম্যানেজার হাসানুজজামান জানান, আগামী মৌসুমের জন্য ঠাকুরগাঁওয়ে ১৪ হাজার একর জমিতে আখ চাষ করা হয়েছে। তবে মিলের যান্ত্রিক ত্রুটি মেরামত এবং সুগার মিল এলাকায় আখের আবাদবৃদ্ধিসহ টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা না হলে সুগার মিলের আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা পূরণ ও মিলকে লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া সময় সাপেক্ষ বিষয়।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি